নিজস্ব ক্রেডিট কার্ড চালু করবে উবার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৮ অক্টোবর ২০১৭

এবার নিজস্ব ক্রেডিট কার্ড চালু করতে যাচ্ছে উবার। এ কার্ডের মাধ্যমে উবারের ভাড়া পরিশোধ করা হলে দুই শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। অন্যান্য সুবিধাদির মধ্যে রয়েছে উবারের খাবার সার্ভিস গ্রহণের ক্ষেত্রে প্রতি এক ডলারের জন্য চার শতাংশ, বিমান ভ্রমণের ক্ষেত্রে তিন শতাংশ এবং অনলাইনে কেনাকাটায় দুই শতাংশ ক্যাশব্যাক দেয়া হবে।

এছাড়া বছরে পাঁচ হাজার ডলারের গাড়িভাড়া পরিশোধ করলেই ৫০ ডলার মূল্যমানের উপহার পাওয়া যাবে। বার্ষিক কোনো ফি না থাকলেও কার্ডটি কাজে লাগিয়ে বিদেশ ভ্রমণের সময়ও উবারের গাড়ি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

এ কার্ডের মাধ্যমে মোবাইল ফোনের মাসিক বিল পরিশোধ করা হলে গ্রাহকের স্মার্টফোন চুরি কিংবা নষ্ট হলে সর্বোচ্চ ৬০০ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে।

‘দ্য উবার ভিসা কার্ড’ নামের কার্ডটি চালুর জন্য যুক্তরাজ্যভিত্তিক বারক্লেইস ব্যাংকের সঙ্গে চুক্তিও করছে উবার। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুতেই কার্ডটি চালু হতে পারে। উবার অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডটির জন্য আবেদন করা যাবে।

এমএমজেড/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।