হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৭ অক্টোবর ২০১৭

অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। যোগাযোগের এ মাধ্যমটির তালিকায় থাকা কেউ মোবাইল নম্বর পরিবর্তন করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের কাছে বার্তা পৌঁছে যাবে।

হোয়াটসঅ্যাপে এ সুবিধা যুক্ত হওয়ার এখন থেকে নম্বর পরিবর্তন করলে পরিচিত ব্যক্তিকে আর আলাদা করে নম্বর পরিবর্তনের তথ্য জানাতে হবে না। তালিকায় থাকা ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে এ বার্তা পেয়ে যাবেন। তবে চাইলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিকেও এ বার্তা পাঠানো যাবে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের আপডেট সংস্করণে এ সুযোগ মিলবে। সংস্করণটিতে আগের বেশ কিছু সমস্যার সমাধান করার পাশাপাশি আকারও কমানো হয়েছে। ফলে দ্রুত ডাউনলোড ও ইনস্টলের পাশাপাশি স্মার্টফোনের ধারণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।