গাছের অফিস বানিয়েছে মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ এএম, ১৫ অক্টোবর ২০১৭

কর্মীদের জন্য অভিনব অফিস বানিয়েছে মাইক্রোসফ্ট। যুক্তরাষ্ট্রে সংস্থাটির রেডমন্ড ক্যাম্পাসে গাছের অফিস বানানো হয়েছে।

কর্মচারীরা যেন হাত, পা ছড়িয়ে ইচ্ছামত কাজ করতে পারেন, তাদের সৃজনশীলতার প্রকাশ যাতে আরও বেশি হয় সেই লক্ষ্যেই ওই গাছবাড়ি বানিয়েছে মাইক্রোসফ্ট।

গাছবাড়ি অফিসটি বানানো হয়েছে বিশিষ্ট স্থপতি পেট নেলসনের নকশামাফিক। এই গ্রীষ্মেই বানানো হয়েছে সেটি। ৫শ একর জমির পুরো ক্যাম্পাসটাই বানানো হয়েছে গাছ দিয়ে। তার মধ্যে দু’টি গাছবাড়ি রয়েছে পাশাপাশি।

microsoft-1

১২ ফুট উঁচু ওই গাছবাড়িগুলির দেওয়াল পোড়া কাঠের। বাইরের ওয়াই-ফাই নেটওয়ার্কও কাজ করবে সেখানে। কর্মচারীরা যেখানে কাজ করবেন, সেই বেঞ্চগুলির কোনও ক্ষতি হবে না শীত, গ্রীষ্ম বা বর্ষায়। যে কোনো আবহাওয়ার উপযোগী করেই এগুলো বানানো হয়েছে।

সেখানে একটি ক্যাফেটেরিয়াও রয়েছে। রয়েছে একটি বারবিকিউ রেস্তোরাঁও। মেঝেটা এমন ভাবে বানানো হয়েছে যাতে দৃষ্টিহীন কর্মচারীদেরও আসা-যাওয়া করতে কোনও অসুবিধা না হয়।

microsoft-1

গাছ বাড়িতে কর্মচারীদের জন্য যে চেয়ারগুলি রয়েছে, সেগুলিতে মরচে পড়বে না কখনও। বাইরে রয়েছে গ্যাসের ফায়ার প্লেস। অফিসের সামনের লনে সূর্যের আলো পড়লে ফুটে ওঠে মাইক্রোসফ্টের লোগো।

তিনটি গাছবাড়ির মধ্যে দু’টি কর্মচারীদের জন্য। তৃতীয়টি একটি লাউঞ্জ। যা এ বছরের শেষে চালু করা হবে।মাইক্রোসফট বরাবরই তার কর্মীদের কাজের সুন্দর পরিবেশ তৈরির চেষ্টা করে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।