কোরীয় প্রযুক্তিপণ্যের মেলা বসছে আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১২ অক্টোবর ২০১৭

দেশের প্রযুক্তিপ্রেমীদের কাছে কোরিয়ান প্রযুক্তিপণ্যকে পরিচয় করিয়ে দিতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন বসছে কোরীয় প্রযুক্তিপণ্যের মেলা। আজ সকাল ১০টা থেকে শুরু হবে প্রদর্শনী।

মেলা উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার রাষ্ট্রদূত আং সিওং দো।

মেলার আহ্বায়ক শাহাব উদ্দিন খান বলেন, ‘দেশের মানুষের কাছে কোরীয় প্রযুক্তিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য এই মেলার আয়োজন। এতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রোনিক্স, অটোমোবাইলস, টেক্সটাইল মেশিনারিজ, কসমেটিক্স, কেমিক্যাল, ইলেভেটর, জেনারেটর, ফুড এবং বেভারিজ আইটেম প্রদর্শন করবে।’

শুক্র ও শনিবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। এটি সবার জন্য উন্মুক্ত। মেলার আয়োজক সংস্থা কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।