ভারতেও তৈরি হবে অ্যাপেলের আইফোন


প্রকাশিত: ১০:১৬ এএম, ১৯ জুন ২০১৫

চীনে আগেই তৈরি হয়েছে অ্যাপেলের আইফোন। এবার ভারতেও অ্যাপেলের আইফোন তৈরি হবে বলে জানা গেছে। দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তরা জানান, অ্যাপেলের ম্যানুফ্যাকচারিং পার্টনার ফক্সকন আই ফোন তৈরি করার জন্য শিগগিরই ভারতে কারখানা চালু করবে।

মহারাষ্ট্র প্রদেশের শিল্পমন্ত্রী সুভাষ দেশাই জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই শিল্প স্থাপনের উপযুক্ত জায়গার খোঁজে ভারতে প্রতিনিধি পাঠাবে ফক্সকন। তবে তাইওয়ানভিত্তিক সংস্থাটি এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। দেশাই জানান, ফক্সকোন এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি।

উল্লেখ্য, আইফোনসহ অ্যাপেলের বিভিন্ন প্রডাক্ট উৎপাদন করে থাকে ফক্সকন। চীনে কোম্পানিটির বেশ কিছু কারখানা রয়েছে। চীনের তুলনায় ভারতে শ্রমিক পিছু খরচ অনেক কম। সেই সুযোগকেই কাজে লাগাতে চাইছে ফক্সকন। এর ফলে ভারতে তুলনামূলক কম দামে আইফোন তৈরি হবে, বাড়বে বিক্রিও।

এ মুহূর্তে বিশ্বের ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে বৃহত্তম কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সংস্থা ফক্সকন ২০২০ সালের মধ্যে ভারতে নিজস্ব ১০-১২টি কেন্দ্র তৈরি করে ফেলতে চায়। এর মধ্যে কারখানার সঙ্গেই থাকবে ডেটা সেন্টারও। যদিও বিস্তারিত এখনো কিছু জানা যায়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।