ইন্টারনেট খরচ কমাতে আসছে ‘টুইটার লাইট’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কম গতি বা টুজি ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীদের নতুন একটি অ্যাপ চালু করতে যাচ্ছে টুইটার। উন্নয়নশীল বিভিন্ন দেশে বসবাসকারী স্বল্প গতির ইন্টারনেট ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই মূলত এসব উদ্যোগ নিয়েছে টুইটার।

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসের জন্য ‘টুইটার লাইট’ নামের এই অ্যাপের সাহায্যে টুজি ইন্টারনেট ব্যবহারকারীরা স্বচ্ছন্দে মাইক্রোব্লগিং সাইট ব্যবহারের সুযোগ পাবেন। ফলে ছবি লোড বা আপলোডে দেরি হওয়ার ভোগান্তি কমবে তাদের।

নতুন এই অ্যাপটি মাত্র তিন মেগাবাইট হওয়ায় সাধারণ মানের যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে তা ইনস্টল করা যাবে। এরই মধ্যে ফিলিপাইনে পরীক্ষামূলকভাবে অ্যাপটির কার্যকারিতা পরীক্ষাও করা হয়েছে।

সূত্র : দ্য ভার্জ

এমএমজেড/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।