ব্লু হোয়েল নিয়ে ভারতকে সাহায্য করতে চায় রাশিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৭

অনলাইনে ‘ব্লু হোয়েল’র মতো আত্মঘাতী খেলা সম্পর্কে সচেতন করতে ভারতের তামিলনাড়ু সরকারকে সাহায্য করতে চায় রাশিয়া। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চে দক্ষিণ ভারতে রাশিয়ার ভাইস কনসাল মিশেল জে গোবার্তভের তরফে জমা দেয়া এক রিপোর্টে এ কথা জানানো হয়েছে। খবর- আননন্দবাজার।

সম্প্রতি মাদুরাইয়ের এক কলেজ ছাত্র ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়ে আত্মঘাতী হওয়ার পর মাদ্রাজ হাইকোর্টে একটি একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ওই মামলায় তদন্তে আদালতকে সাহায্যেরও আশ্বাস দেয়া হয়েছে।

তবে রিপোর্টে বলা হয়, ভিকেডটকম নামে একটি রুশ সোশ্যাল মিডিয়া সাইট থেকেই এই গেমের জন্ম হয়নি। গেমটিতে বিভিন্ন উপায়ে অ্যাকসেস করা যায়। তাই ওই রুশ সাইটটিকে নিষিদ্ধ করাটা হয়ত ঠিক হবে না। ওই গেমে ঢোকার নিয়মকানুনও খুব সরল নয়। এ ছাড়া ভারত, চিনসহ বিভিন্ন দেশে যে ব্লু হোয়েল গেমের ফাঁদে পড়েই আত্মহত্যার ঘটনা ঘটে চলেছে, তা প্রমাণিত হয়নি।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।