দৃষ্টিহীনদের জন্য স্মার্টছড়ি


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

স্মার্টঘড়ি বা স্মার্টফোন যদি হতে পারে তাহলে স্মার্টছড়ি হবে না কেন? এমনি এক স্মার্টছড়ি বের করেছে ভারত। যাঁ, অন্ধদের চলাচলে সাহায্য করবে৷

দিল্লির একদল গবেষক দৃষ্টিহীনদের জন্য অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে একটি স্মার্ট ছড়ি তৈরি করেছে৷ তাঁদের তৈরি এই ছড়িটি ভাইব্রেশন বা কম্পনের মাধ্যমে পথ চলতে সাহায্য করবে দৃষ্টিহীন ব্যক্তিদের৷ চলার পথে ছড়িটিতে কম্পন সৃষ্টির মাধ্যমে দিক-নির্দেশনা দেবে৷

মাত্র ৫০ ডলারে পাওয়া যাবে এই ঘড়িটি৷ বর্তমানে ভারতে দৃষ্টিহীনদের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ৷ যা বিশ্বের যেকোনও দেশের থেকে অনেক বেশি৷ স্মার্ট ছড়িটি উন্নয়নশীল রাষ্ট্রসমূহে বসবাসকারী দৃষ্টিহীনদের জন্য আশার সঞ্চার করবে৷

ভারতী কারলা নামে দিল্লির এক শিক্ষিকা ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক বালাকৃষ্ণ জানান, এই ছড়ি তার জীবনকে পাল্টে দিয়েছে৷একইভাবে অত্যাধুনিক প্রযুক্তির এই ছড়িটি অনান্য দৃষ্টিহীনদের জীবনেও আশার আলো জ্বালবে৷

তাদের তৈরি ছড়ি যে অন্ধের মানুষের কাছে অন্ধের যষ্টির মতই কাজ করবে এমনটাই জানিয়েছেন গবেষকদলের সদস্য বালাকৃষ্ণন৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।