ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:০৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৭

ওমেন ইন ডিজিটালের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ডিজিটাল ইনোভেশন চ্যালেঞ্জ ফর ওমেন ২০১৭’। ৯ সেপ্টেম্বর ডেইলি স্টার মিলনায়তনে এর উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, আইসিটি ডিভিশনের ডেপুটি সেক্রেটারি মাহবুবা পান্না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মিনা পারভীন, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন মঞ্জু, গোতিপা’র ফাউন্ডার ও টেকমেনিয়া’র সিইও তাসলিমা মিজি।

মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেডের ডিরেক্টর ও সিইও রেজওয়ানা খান। বিচারকদের মধ্য থেকে উপস্থিত ছিলেন অ্যাক্টিভেশন উই অটোমেটের হেড অব সফটওয়্যার ডেভেলপমেন্ট রায়হান রাজন।

আরও উপস্থিত ছিলেন উইমেন ইন ডিজিটালের উদ্যোক্তা আচিয়া খালেদা নীলা। ডেইলি স্টারের সহযোগিতায় মাইক্রোসফটের প্রযোজনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এসইউ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।