মুখ দেখে লক খুলবে আইফোন ৮
আগামী সেপ্টম্বরেই বাজারে আসছে বহুল আকাঙ্ক্ষিত আইফোন-৮। আইফোনের নতুন এই সংস্করনে কী চমক থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে কয়েকটি নতুন ফিচারের কথা জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল।
আইফোন-৮-এ ত্রিমাত্রিক সেন্সরের পাশাপাশি থাকবে নতুন ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার। অর্থাৎ ব্যবহারকারীর মুখ হবে আইফোন-৮-এর লক খোলার পাসওয়ার্ড। মুখ দেখে লক খুলবে এই ফোন।
আইফোন-৮ এর আকার আইফোন ৭-এর চেয়ে বড় হবে। আইফোন-৮-এর পরিমাপ হবে ১৪৩.৫৯× ৭০.৯৪× ৭.৫৭ মিলিমিটার। এই স্মার্টফোনের পেছনে থাকবে ডুয়েল ক্যামেরা। দুই ক্যামেরার মাঝে থাকবে ফ্ল্যাশ।
তিন ধরনের স্টোরেজ অপশনে পাওয়া যাবে আইফোন ৮-এ। ৬৪, ২৫৬ এবং ৫১২ জিবি। কোনও হোম বাটন থাকবে না আইফোন ৮-এ।উন্নতমানের ওয়াটারপ্রুফিং সিস্টেম থাকবে এই ফোনে। দ্রুততা ও কার্যকারিতার পাশাপাশি আইফোন-৮-এ আরো থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি।
এআরএস/এমএস