কম্পিউটারেও মিলবে হোয়াটসঅ্যাপের সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২২ আগস্ট ২০১৭

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের ‘স্ট্যাটাস’ ফিচার সুবিধা আরও বিস্তৃত হয়েছে। স্মার্টফোনের এই অ্যাপটি এখন থেকে ডেক্সটপ/ল্যাপটপ কম্পিউটারেও ব্যবহার করা যাবে।

গত বুধবার ব্লগস্পটে একটি পোস্টের মাধ্যমে নতুন এই সুবিধার কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। এতে বলা হয়, 'আজ থেকে লাখ লাখ মানুষ নিজেদের ওয়েব ব্রাউজারেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।'

ফেব্রুয়ারিতে অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসের জন্য ফিচারটি চালু করে হোয়াটসঅ্যাপ। ডেস্কটপ ব্যবহারকারীদের এ সুযোগ দিতে গত তিন মাস ধরেই পরীক্ষা চালাচ্ছিল হোয়াটসঅ্যাপ।

ফিচারটি কাজে লাগিয়ে ছবি বা ভিডিওতে কমেন্ট বা ইমোজি যুক্ত করে বন্ধুদের পাঠানো যাবে। ছবি ও ভিডিও মুছে ফেলার পাশাপাশি নির্দিষ্ট সময় পর জিইএফ ইমেজও মুছে ফেলবে ফিচারটি।

এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।