বদলে যাচ্ছে ফেসবুক কমেন্ট

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৭ আগস্ট ২০১৭

পরিবর্তন আসছে সবচেয়ে বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কমেন্ট অপশনে। ফেসবুকের আনা নতুন আপডেটের মাধ্যমে মোবাইল অ্যাপে কমেন্টের পরিবর্তনসহ বেশকিছু পরিবর্তন আনা হচ্ছে।

এতে করে পোস্টের নিচের কমেন্টগুলো দেখতে অনেকটা মেসেজ বক্সের টেক্স বাবলের মতো হবে। মূলত কমেন্টকারীদের গ্রুপ চ্যাট করার অনুভূতি দিতেই টেক্সট মেসেজের রূপ ধারণ করবে কমেন্ট বক্স।

এছাড়া ব্যবহারকারীদের পোস্ট পড়ার সুবিধার্থে ফেসবুকের গাঢ় নীল রঙ কিছুটা হালকা করা হচ্ছে। সেইসঙ্গে লিংকের ছবি ও শিরোনাম কিছুটা চওড়া করা হচ্ছে।

পরিবর্তনের অংশ হিসেবে লাইক, কমেন্ট ও শেয়ার বাটনও বড় আকৃতির হবে। আর পোস্টদাতা বা কমেন্টকারীদের ছবি হবে গোলাকৃতির।

এদিকে, ফেসবুকের ক্যামেরা অ্যাপ দিয়ে লাইভে যাওয়ার সুবিধা যুক্ত করা হচ্ছে। বর্তমানে ফেসবুক লাইভে যেতে হলে ‘লাইভ’ অপশনে ক্লিক করতে হয়। এরপর শুরু হয় লাইভ ভিডিও।

এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।