ক্ষতিকর লিংক সম্পর্কে সতর্ক বার্তা দেবে জিমেইল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:১২ এএম, ১৪ আগস্ট ২০১৭

গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে প্রতিনিয়তই তৎপর সাইবার অপরাধীরা। সেটা হোক আপনার নিজস্ব কোনো সাইট বা ই-মেইল অ্যাকাউন্ট। তবে এবার ব্যবহারকারীদের সাইবার হামলা থেকে রক্ষা করতে ক্ষতিকর লিংক শনাক্ত করে সতর্ক করবে জিমেইল।

ব্যবহারকারীদের ইনবক্স পর্যালোচনা করে ক্ষতিকর লিংকযুক্ত ই-মেইল বার্তা এলেই স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে জিমেইল কর্তৃপক্ষ। বার্তা প্রেরকের পরিচয় সম্পর্কে সন্দেহ হলে বা অনির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে মেইল এলেও বক্স আকারে সতর্ক করবে।

তবে সতর্কবার্তা এলেও ব্যবহারকারী চাইলে এসব মেইল বার্তা খুলতে পারবেন। প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।