ব্রাদারের নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার এখন বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১২ আগস্ট ২০১৭

জাপানের প্রখ্যাত ব্র্যান্ড ব্রাদারের হাই স্পিড মনো মাল্টিফাংশন প্রিন্টার এমএফসি-এল ৫৯০০ডিডব্লিউ এখন দেশের বাজারে।

আধুনিক মডেলের প্রিন্টারটির প্রিন্ট স্পিড প্রতি মিনিটে ৪০ পেইজ। ইউএসবি পোর্টের প্রিন্টারটিতে রয়েছে ওয়্যার এবং ওয়্যারলেস্ সুবিধা।

সর্বোচ্চ ৮০০০ পেইজ ইনবক্স টোনার সমৃদ্ধ এই প্রিন্টারটিতে রয়েছে ৭০ পেজের এডিএফ, ৫৬ আইপিএম পর্যন্ত সুপার ফাস্ট স্ক্যান স্পিড।

তথ্য প্রযুক্তির নতুন মাত্রা ওয়াই-ফাই ডিরেক্ট, টাচস্ক্রিন, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড সার্পোট সিস্টেম আছে এই প্রিন্টারে। এর অন্যতম আর্কষণীয় সুবিধা কাগজের দুই দিকেই প্রিন্ট করা যায়।

পোস্টার প্রিন্ট, ওয়াটার র্মাক প্রিন্ট, আইডি প্রিন্ট, বুকলেট প্রিন্টিংসহ কার্বন কপি প্রিন্টের সুবিধাসহ রয়েছে বেশ কিছু ফিচার এই প্রিন্টারে।

ব্রাদারের অনুমোদিত ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এই প্রিন্টারটি বাজারে নিয়ে এসেছে।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।