মোবাইলেও আসছে ইউটিউব ভিডিওর গতি নিয়ন্ত্রণ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৮ এএম, ০৮ আগস্ট ২০১৭

ইউটিউব ভিডিওর গতি নিয়ন্ত্রণ করার ব্যবস্থা চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ফলে ডেস্কটপের পর এবার মোবাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন ইউটিউব ভিডিওর গতি।

‘প্লেব্যাক স্পিড কন্ট্রোল’ নামের ফিচারটি কাজে লাগিয়ে সাধারণ গতিতে ভিডিও দেখার পাশাপাশি দ্রুত বা ধীরে দেখা যাবে। ফলে বিভিন্ন ভিডিও ধীরে বা গতিতে চালানোর সুযোগ মিলবে। এ জন্য ভিডিও চালু করার আগেই ভিডিওর গতি নির্দিষ্ট করার অপশন দেখাবে।

ইতোমধ্যে ইউটিউবের হালনাগাদ অ্যানড্রয়েড সংস্করণে ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে বলে জানানো হয়েছে। সূত্র : দ্য নেক্সট ওয়েব

আরএস/ আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।