উইন্ডোজের ত্রুটি খুঁজতে পুরস্কার বাড়াল মাইক্রোসফট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০৩ আগস্ট ২০১৭

উইন্ডোজ ৮.১ এর এবার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটি খুঁজতে পুরস্কারের পরিমাণ বাড়াল মাইক্রোসফট। উইন্ডোজ বাউন্টি নামের এ প্রোগ্রামের আওতায় এ অপারেটিং সিস্টেমের ত্রুটি শনাক্ত করতে পারলে মোট আড়াই লাখ ডলার পুরস্কার দেয়া হবে।

এর আগে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমে ত্রুটি শনাক্তের জন্য এক লাখ ডলার পুরস্কার দিয়েছিল। যেকোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।

মাইক্রোসফটের এক মুখপাত্র ব্লগ পোস্টে জানিয়েছেন, নিরাপত্তা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং বিভিন্ন সময়ে আসা বাগগুলো (ত্রুটি) নিয়ন্ত্রণে মাইক্রোসফট গুরুত্ব দিয়ে থাকে।

উল্লেখ্য, ২০১২ সালে নিজেদের বিভিন্ন সেবার দুর্বলতার খুঁজে পেতে বাগ বাউন্টি প্রগ্রাম চালু করে যুক্তরাষ্ট্র ভিত্তিক এ কম্পিউটার প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।