আফ্রিকার এক কোটি মানুষকে চাকরির উপযোগী করবে গুগল
মার্কিন টেক জায়ান্ট গুগল আগামী পাঁচ বছরে আফ্রিকা অঞ্চলের এক কোটি মানুষকে চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তুলবে বলে জানিয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই। বৃহস্পতিবার নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে অনুষ্ঠিত এক সম্মেলনে সুন্দর পিচাই এ তথ্য জানান।
তিনি বলেন, গুগল আগামী পাঁচ বছরে আফ্রিকা অঞ্চলের এক কোটি মানুষকে চাকরির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। যার প্রাথমিক কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে।
গুগলের আরেক মুখপাত্র জানান, আফ্রিকা অঞ্চলে এক কোটি মানুষকে অনলাইন দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি নাইজেরিয়া, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকায় আরো এক লাখ সফটওয়্যার ডেভেলপারকে প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি।
আফ্রিকা অঞ্চলের সোয়াহিলি, হাউসা এবং জুলু ভাষায় প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণে কমপক্ষে ৪০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এআরএস/জেআইএম