দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ এএম, ৩১ জুলাই ২০১৭

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়ত। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন ১০০ কোটি মানুষ তাদের অ্যাপ ব্যবহার করেন।

প্রতিষ্ঠানটি জানায়, সারা বিশ্বে ১ বিলিয়ন (১০০ কোটি) মানুষ প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। শুধু তাই নয়, তারা ৫৫ বিলিয়নেরও বেশি ম্যাসেজ আদান প্রদান করেন এবং ১ বিলিয়ন ভিডিও প্রতিদিন হোয়াটসঅ্যাপে আদান-প্রদান হয়।

হোয়াটসঅ্যাপ প্রতি মাসে প্রায় ১.৩ বিলিয়নেরও বেশি মানুষ ব্যবহার করেন। সারা বিশ্বে ৬০টি ভাষায় এটি ব্যবহৃত হয়। ৪.৫ বিলিয়নেরও বেশি ছবি প্রতিদিন সারা বিশ্বে আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে।

উল্লেখ্য, ম্যাসেজ পাঠানোর পাশাপাশি ছবি, ভিডিও ইত্যাদি খুব সহজে অন্যদের সঙ্গে শেয়ার করার সুবিধা থাকায় অ্যাপটির জনপ্রিয়তা বেড়েছে দ্রুত হারে। ফোর্বসের তথ্য মতে, গত ২১ মাসে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।