ভয়ঙ্কর পরিণতির মুখে উপস্থিত হবে মহাবিশ্ব : স্টিফেন হকিং


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে ঈশ্বর কণা, এছাড়া কোনও রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির মুখে হঠাৎ উপস্থিত হবে মহাবিশ্ব! প্রখ্যাত মহাবিশ্বতত্ত্ববিদ স্টিফেন হকিং হিগস-বোসন কণা সম্পর্কে এমনটাই সতর্কবার্তা শোনালেন।

বর্ষীয়ান এই কসমোলজিস্ট জানিয়েছেন, অতি উচ্চ শক্তি স্তরে চূড়ান্ত অস্থির অবস্থায় থাকে হিগস-বোসন কণা। যা ``সর্বনাশা শূন্যস্থান ক্ষয়``-এর পথ প্রসস্থ করবে। যে ক্ষয়ের ফলে স্থান এবং সময়ের পতন ঘটবে। কোনও রকম সতর্কবার্তা ছাড়াই ভয়ঙ্কর পরিণতির মুখে হঠাৎ উপস্থিত হবে মহাবিশ্ব।

এছাড়া স্টারমাস নামক একটি বইয়ের ভূমিকায় হকিং লিখেছেন, যদিও অদূর ভবিষ্যতে এই আকস্মিক দূর্যোগের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু অতি উচ্চ শক্তি স্তরে হিগস-বোসন কণার অস্থিরতাকে উপেক্ষা করা অর্থহীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।