পাকিস্তানে চালু হচ্ছে উবার বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৪ জুলাই ২০১৭

মোবাইল ফোনের অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার (Uber) এবার নিয়ে আসছে বাইক। পাকিস্তানের পাঞ্জাবে দেখা মিলতে যাচ্ছে উবার এই বাইক সেবা। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাঞ্জাবে আজ (২৪ জুলাই, সোমবার) ১০০টি উবার বাইকের উদ্বোধন করতে যাচ্ছেন রাজ্যটির চিফ মিনিস্টার ক্যাপটেন আমারিনদার সিং।

জানা গেছে, পাকিস্তানের এ রাজ্যটিতে মূলত বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য উবারের এ বাইক সেবা চালু করা হচ্ছে। এমনকি পরবর্তী বছরে এ সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়েছেন উবারের এক মুখপাত্র।

উল্লেখ্য, শুধু পাকিস্তানেই নয়, গত বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো মোটরসাইকেল ভিত্তিক সেবা চালু করে উবার। এ ছাড়া বর্তমানে বাংলাদেশে উবারের ট্যাক্সিভিত্তিক সেবা চালু রয়েছে।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।