গুগলেও ‘নিউজ ফিড’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৩ এএম, ২১ জুলাই ২০১৭

মোবাইল সার্চ অ্যাপে পরিবর্তন আনছে গুগল। সার্চ অ্যাপটির হোমপেজে আনা হচ্ছে ফেসবুকের মতো নিউজ ফিড। ব্যবহারকারীরা কোনো কিছুর অনুসন্ধান করার আগেই আগ্রহমতো বিভিন্ন কনটেন্ট দেখানো হবে।

গুগলের অনুসন্ধান সেবা ব্যবহারকারীর আগের অনুসন্ধানের ওপর ভিত্তি করে বিভিন্ন সংবাদ, ফিচার, ভিডিও এবং গানসহ অন্যান্য কনটেন্ট দেখানো হবে। একই সঙ্গে ব্যবহারকারীরা অনুসন্ধান ফলাফলে একটি ‘ফলো’ বাটন পাবেন, এর মাধ্যমে নিজেদের আগ্রহের বিষয়গুলো ফিডে যোগ করে নিতে পারবেন।

পরিবর্তিত নতুন এই ফিচারটির নামকরণ করা হয়েছে ‘গুগল ফিড’ নামে। তবে নামটি ফেইসবুকের ‘নিউজ ফিড’ এর আদলে হলেও কর্তৃপক্ষ বলছে, এটি ফেইসবুকের নকল করার চেষ্টা নয়।

তারা আরও বলছে, নিউজ ফিডে বিভিন্ন প্রকাশনার সংবাদ প্রতিবেদনও থাকবে। তবে ব্যবহারকারীরা শুধু তাদের আগের অনুসন্ধানের ওপর ভিত্তি করে বিভিন্ন কনটেন্ট দেখতে পাবেন।

বিশ্লেষকদের তথ্যমতে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা জোরদারে নতুন এ সেবা গুগলকে সহায়তা করবে।

নতুন এই ফিচারে আপডেটগুলি একটি ওয়েবসাইটের লিঙ্ক আকারে দেয়া হবে। যেমন- আসন্ন ছুটি উপলক্ষ্যে বিভিন্ন ভ্রমণ স্থান, বা সাইক্লিং বা অন্য শখ সম্পর্কে একটি লিঙ্ক অন্তর্ভুক্ত থাকবে। তবে অ্যাপটি এখনি কোনো বিজ্ঞাপন দেয়া তহবে না বলে জানানো হয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।