হোয়াটসঅ্যাপেই দেখা যাবে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৯ জুলাই ২০১৭

এতোদিন হোয়াটসঅ্যাপে ইউটিউব ভিডিও শেয়ার করা গেলেও তা এই অ্যাপের মধ্যে দেখা যেত না। ইউটিউব ভিডিও-র যে কোনও লিঙ্কে ক্লিক করলে তা খুলত ইউটিউবেরই পেজে। এই সমস্যা দূর করতে, হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে একটি নতুন ফিচার যোগ করা হয়েছে। এর ফলে ইউটিউবে থাকা বিভিন্ন ভিডিও এখন থেকে সরাসরি দেখা যাবে হোয়াটসঅ্যাপেই।

হোয়াটসঅ্যাপে ইউটিউব ভিডিও দেখতে গেলে এখন আর ইউটিউব পেজ খুলবে না। অ্যাপের মধ্যেই পিকচার-ইন-পিকচার মোডে খুলবে ভিডিওটি। সেখান থেকেই ভিডিওর পর্দাটি ‘রি-সাইজ’ করা যাবে।

চাইলে গোটা পর্দা জুড়েও দেখা যাবে ভিডিও। ভিডিও হাইড করে পাশাপাশি দেখে নেয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাটও। তবে চ্যাটবক্স পরিবর্তন করলে ভিডিওটি আবার প্রথম থেকে দেখতে হবে। প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যােপের ২.১৭.৪০ ভার্সনটি ডাউনলোড করলে আপনিও পাবেন এই সুবিধা।

তবে এখনও পর্যন্ত শুধু মাত্র অ্যাপল স্টোরেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সন। এখনও পর্যন্ত আইফোন ৬ এবং তার চেয়ে উন্নত ভার্সনগুলোতেই পাওয়া যাবে এই ফিচার। অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কবে থেকে এই সেবা পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।