নতুন সেলফি এক্সপার্ট ফোন ‘সিম্ফনি পি৯’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ১২ জুলাই ২০১৭

দেশের বাজারে সেলফি তোলার জন্য স্পেশাল স্মার্টফোন নিয়ে এলো সিম্ফনি। ‘Symphony P9’ নামের ডুয়াল ফ্ল্যাশলাইটের এই স্মার্টফোন দিয়ে তোলা যাবে অসাধারণ সব ছবি। প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানায়, অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেম এর সঙ্গে দারুন সব ভিডিও কনটেন্ট উপভোগ করার জন্যও আছে ৫.৫ ইঞ্চি 2.5D কার্ভড এইচডি আইপিএস ডিসপ্লে। এক ডিসপ্লেতেই দুটি অ্যাপ ব্যবহার করা যাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকার কারণে। জিপিইউ মালি T720 MP3 থাকার কারণে ল্যাগহীনভাবে হাই রেজুলেশন ভিডিও উপভোগ করা যাবে। ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ দিবে প্রাণবন্ত সব সেলফি তোলার অভিজ্ঞতা এবং এর সঙ্গে আছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ডুয়েল টোন ব্যাক ফ্ল্যাশ যার ফলে ব্যাক ক্যামেরা দিয়ে রাতেও তোলা যাবে অসাধারণ সব ছবি। 

ক্যামেরা ফিচারস এর মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হলো এইচডিআর মোড, প্যানারোমা মোড এবং ফেস বিউটি (মাল্টি ফেস মোড)। 

এছাড়াও সিন মোড নামে একটি অপশন আছে যেখানে পাওয়া যাবে পছন্দ মতো সিন যেমন, নাইট মোড, সানসেট মোড, পার্টি মোড, পোর্ট রেইট, ল্যান্ডস্কেপ মোড, নাইট পোর্টরেইট, থিয়েটার মোড, বিচ মোড, স্নো মোড, ফায়ার ওয়ার্কস, স্পোর্টস মোড এবং ক্যান্ডেল লাইট মোড। ব্যাক সাইডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েও সহজে ছবি তোলা যাবে।

ব্ল্যাক এবং ডার্ক ব্লু কালারে সারাদেশে সিম্ফনির সব শো-রুমে এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১২ হাজার ৯৯০ টাকায়, এর সঙ্গে কাস্টমারদের জন্য রয়েছে একটি ব্লু-টুথ স্পিকার একদম ফ্রি।

এসআই/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।