নড়াচড়াতেই চার্জ হবে স্মার্টওয়াচের


প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৯ জুলাই ২০১৭

স্মার্টওয়াচগুলোর জন্য একটা বড় সসম্যা হয়ে আছে এর ব্যাটারি। স্মার্টফোনের মতো এরও চার্জ খুব বেশি সময় থাকে না। অনেকের ক্ষেত্রেই শেষ পর্যন্ত দেখা যায়, সারাদিনই তাদের চার্জ দিয়ে যেতে হয়।

এ সমস্যা দূর করতে সিকুয়েন্ট স্মার্টওয়াচের জন্য কাইনেটিক ব্যাটারি সিস্টেমের ব্যবস্থা করছে। ঘড়ির ব্যাটারি চার্জের জন্য এ ব্যবস্থা অন্য অনেক ঘড়িতেই ব্যবহকার করা হলেও স্মার্টওয়াচের জন্য এটি নতুন একটা ঘটনা।

সিকুয়েন্ট তাদের এপোনিমাস স্মার্টওয়াচে যে ব্যাটারি ব্যবহার করছে তা চার্জ হবে নড়াচড়ার উপর। এ ফোনে যেসব ফিচার থাকছে তার মধ্যে রয়েছে- হার্ট রেট সেন্সর, অ্যাকটিভিটি ট্র্যাকার, জিপিএস, ব্লুটুথ। এ ছাড়া নোটিফিকেশন সিস্টেমও রয়েছে এ ঘড়িতে।

তবে কাইনেটিক ব্যাটারি সিস্টেমে এ ঘড়িগুলো আসলে কতক্ষণ চলবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।