স্বর্ণখচিত নোকিয়া ৩৩১০-এ ট্রাম্প-পুতিন


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৮ জুলাই ২০১৭

শুক্রবার জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দেখা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

ঐতিহাসিক এ মুহূর্তটি চিরস্মরণীয় করে রাখতে সাভিয়ার রাশিয়ার একটি ফোন-কাস্টমাইজেশন কোম্পানি চিন্তা করেছে একটু ভিন্নভাবে।

তারা নোকিয়া ৩৩১০ মোবাইলটি নতুন করে সাজিয়েছে। এতে রয়েছে ট্রাম্প ও পুতিনের স্বর্ণখচিত মুখচ্ছবি।

টাইটেনিয়ামে তৈরি ফোনটির মাঝের বোতামটিতে রয়েছে জি-২০ সম্মেলনের লোগো। এ ছাড়া সম্মেলনের সময় ও স্থানও খচিত রয়েছে ফোনটির পেছনে ট্রাম্প ও পুতিনের মুখচ্ছবি নিচে।

ফোনটির দাম রাখা হয়েছে আড়াই হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ২ লাখ টাকার বেশি।

নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, ইচ্ছাকৃতভাবে দুই নেতার মুখটি পাশ থেকে দেখানো হয়েছে। দু’জনে একইদিনে তাকিয়ে থাকার অর্থে বোঝানো হয়েছে, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কোন্নয়নে তাদের দৃষ্টিভঙ্গি অভিন্ন।

সূত্র : দ্য ভার্জ।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।