ইউটিউবে ভিডিও বানাতে গিয়ে খুনের আসামি তরুণী


প্রকাশিত: ০৬:৫৯ এএম, ২৯ জুন ২০১৭

যুক্তরাষ্ট্রের মিনেনসোটায় ২২ বছর বয়সী নিজের প্রেমিককে খুনের আসামি হতে হয়েছে মোনালিসা পেরেজ নামে এক তরুণীকে। তবে মোনালিসার স্বজনদের দাবি, তারা দু’জন মিলে ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও বানাতে গিয়ে রুইজের মৃত্যু হয়।

ফক্স নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায়। তবে পেদ্রো রুইজ ঘটনাস্থলেই মারা যান।

মোনালিসার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, মোনালিসা ও রুইজ একটি ইউটিউব ভিডিও বানানোর চেষ্টা করছিলেন, যেখানে রুইজের বুকের সামনে একটি বই থাকবে আর মোনালিসা বইটিতে গুলি করবেন। রুইজের বিশ্বাস ছিল, বই গুলিটি আটকে দেবে। আগে অন্য একটি বই দিয়ে এ ঘটনা মোনালিসাকে করেও দেখিয়েছিলেন রুইজ।

এরআগেও ইউটিউবে কয়েকটি প্র্যাঙ্ক ভিডিও পোস্ট করেছিলের তারা দু’জন। ইউটিউবে খ্যাতির কুড়ানোর চেষ্টায় ছিলেন তারা।

বর্তমারে জামিনে থাকা মোনালিসাকে সবসময় একটি জিপিএস মনিটর ব্যবহার করতে হবে। আসছে ৫ জুলাই আদালতে হাজির হতে হবে সন্তানসম্ভবা মোনালিসাকে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।