হোয়াটস অ্যাপে পাঠানো যাবে ফাইল!


প্রকাশিত: ০৫:০৭ এএম, ২৭ জুন ২০১৭

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে দারুণ একটি সুবিধা। এতদিন যে কাজ আপনি হোয়াটস অ্যাপে করতে পারতেন না, এবার সেই কাজই অনায়াসেই করতে পারবেন।

এতদিন পর্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপে সবরকম ফাইল পাঠানো যেতো না। তবে এবার থেকে হোয়াটস অ্যাপে সব রকমের ফাইল পাঠানো যাবে অনায়াসেই। অ্যান্ড্রয়েড , আইওএস এবং উইন্ডোজ ফোনে সবরকম ফাইল হোয়াটস অ্যাপে পাঠাতে যাবে। খুব শিগগিরই এ সুবিধা চালু হবে।

প্রসঙ্গত, হোয়াটস অ্যাপে তাদের স্ট্যাটাস ফিচার্স আপডেট করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি বা ভিডিও শেয়ার করতে পারবেন।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।