মোবাইলে বেশি টেক্সট করলে যে ক্ষতি হয়


প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৭ জুন ২০১৭

স্মার্টফোনে এখন কল করার চেয়ে মেসেজ বা চ্যাটের মাধ্যমে কথা বলা হয় বেশি। অনেকেই সারাক্ষণ মোবাইল হাতে নিয়ে টুকটাক কাজ করেন। কিন্তু সারাক্ষণ ফোনে টেক্সট বা মেসেজ লেখা আমাদের শরীরে উপর নেতিবাচক প্রভাব ফেলে।

অতিরিক্ত মেসেজ লিখে কথাবার্তা বলা শরীরের পক্ষে ক্ষতিকর। চিকিৎসকরা এমনটাই বলছেন।

এই প্রসঙ্গে একজন অর্থপেডিক চিকিৎসক জানিয়েছেন, অতিরিক্ত মেসেজ লিখলে, আমাদের হাত এবং আঙুলের কাজ বেশি হয়। এর ফলে হাতের বিভিন্ন অসুখ হতে পারে। কবজির অসুখ হতে পারে। এছাড়াও আমাদের হাত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই হাতের অসুখ থেকে বাঁচতে অতিরিক্ত মেসেজ করা বন্ধ করুন।

এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।