ঈদ উপলক্ষে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৬ জুন ২০১৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। দুই মাস মেয়াদী এ সব কোর্সে শুধু মাত্র রেজিস্ট্রেশন ফি দিতে হবে, কোন কোর্স ফি দিতে হবে না।

শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি রমজানে ১০০ জন প্রশিক্ষণার্থীকে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ দেয় আইসিটি ক্যারিয়ার। ২ মাস মেয়াদের এই ফ্রি প্রশিক্ষণের আওতায় থাকবে অফিস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, পিসি হার্ডওয়্যার মেইনটেন্যান্স ও বেসিক ওয়েব ডিজাইন। এই সব কোর্সে প্রশিক্ষণের জন্য আগামী ২২ জুন এর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। প্রশিক্ষণ শুরু হবে আগামী ৫ জুলাই থেকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ বছর মেয়াদের ডিপ্লোমা, ৬ মাস মেয়াদের ডিপ্লোমা, অটোক্যাড, নেটওয়ার্কিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার (ট্যালি), ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, থ্রিডি স্টুডিও ম্যাক্স, স্কেচ আপসহ অন্যান্য কোর্সের ভর্তিতে থাকছে ৫০ শতাংশ ছাড়।

প্রসঙ্গত, প্রশিক্ষণে ১২ বছরে পা দিয়েছে নাছিমা এনাম ফাউন্ডেশনের তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার। সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত অন্যতম সমাজসেবামূলক সংগঠন এটি।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।