এক দশকে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩৯ ভাগ


প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০১ জুন ২০১৭

গত এক দশকে দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৩৯ ভাগ বেড়েছে।২০০৮ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল শতকরা মাত্র ২ দশমিক ৬৭ ভাগ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) হালনাগাদ তথ্যানুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এ হার প্রায় ৪১দশমিক ৫২ ভাগ।

অর্থ মন্ত্রণালয় প্রকাশিত ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রা : হালচিত্র-২০১৭ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর ইন্টারনেট ব্যবহাকারীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ১৯ লাখ ৪৬ হাজার। ২০১২ সালের মার্চে গ্রাহক সংখ্যা ৪০ দশমিক ১৮ মিলিয়ন হলেও ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ দশমিক ২৪ লাখ।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বে বর্তমানে ইন্টারনেট পেনিট্রেশনের গড় হার ৪৬ দশমিক ১ শতাংশ। সে হিসেবে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলেও মানুষের মধ্যে ডেটা ব্যবহারের আগ্রহ বাড়ায় আগামীতে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ইন্টারনেট পেনিট্রেশনের হার ২০২০ সালে শতকরা ১০০ ভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ব্রডব্যান্ড কভারেজ ২০২০ সালের মধ্যে শতকরা ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করা হয়।

এমইউ/ওআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।