জাগো নিউজের মোবাইল অ্যাপ ‘রমজান টাইমস’


প্রকাশিত: ০৭:৪১ এএম, ২৮ মে ২০১৭

স্মার্টফোন এখন সবার হাতে। সঙ্গে হরেক রকম মোবাইল অ্যাপ্লিকেশন। এখন বাংলায় তৈরি হচ্ছে নানা রকম অ্যাপ।

পবিত্র মাহে রমজান ও নামাজের সময়সূচি নিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে জাগো নিউজের ওয়েব টিম।

গুগল প্লে স্টোর থেকে (play.google.com/store/apps/RamadanTimes) যে কেউ অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

এ বিষয়ে জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতায় মানুষ এখন অনেকটাই স্মার্টফোন নির্ভর। যোগাযোগের এই মাধ্যমটি এখন নানা কাজে ব্যবহৃত হচ্ছে। ‘রমজান টাইমস’ অ্যাপের মাধ্যমে রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি জানা যাবে। একই সঙ্গে অ্যালার্মও দেয়ার সুবিধা রয়েছে।

প্রাথমিকভাবে অ্যাপটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাচ্ছে। সময়সূচি ছাড়াও এই অ্যাপে রয়েছে সাহরি, ইফতার ও তারাবিহ নামাজের দোয়া।

এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।