ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট বৃহস্পতিবার


প্রকাশিত: ১১:৪০ এএম, ০৫ মে ২০১৫

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল ইনভেস্টমেন্ট সামিট শীর্ষক একটি দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনটি আয়োজন করছে টেলিনর গ্রুপ, অ্যাকসেঞ্চার এবং বেসিস। এছাড়া সহায়তায় থাকছে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের আইসিটি বিভাগ।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টেলিনর গ্রুপ বাংলাদেশ এর চিফ রিপ্রেজেনটেটিভ অফিসার হান্স হেনরিকসন, অ্যাকসেঞ্চার কমিউনিকেশনস ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক রায়হান শামসী এবং বেসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ এ তথ্য জানান।

তারা জানান, সম্মেলনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এছাড়া সম্মেলনে আরো অংশগ্রহণ করবেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও জন ফ্রেডরিক বাকসাস, হুয়াওয়েই, ক্যারিয়ার নেটওয়ার্ক এর প্রেসিডেন্ট যৌ ঝিলেই এবং অ্যাকসেঞ্চার ও গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই সম্মেলনে আইসিটি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষন এবং বাংলাদেশকে আইসিটি কেন্দ্রে পরিণত করার জন্য সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো জানান, মোবাইল টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটালকরণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গিয়েছে। এটি পরবর্তীতে সবার জন্য ইন্টারনেট সুবিধা প্রদানে অনেক সহায়ক হয়েছে। `সবার জন্য ইন্টারনেট` লক্ষ্য অর্জন করতে এমন একটি পরিবেশ প্রয়োজন যেখানে সবার জন্য সামঞ্জস্যপূর্ণ কনটেন্ট ও সেবা প্রদান করা সম্ভব হবে।

ডিজিটাল বাংলাদেশ যাত্রায় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানোন হয়।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।