গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা পাঁচ কোটি বিশ লাখ


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৪ মে ২০১৫

গ্রাহক সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে অনেক আগেই। এ বছর গ্রাহক সংখ্যা বেড়েছে আরো পাঁচ লাখ। বর্তমানে মোট গ্রাহক সংখ্যা পাঁচ কোটি বিশ লাখ। সোমবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন গ্রামীণফোনের সিইও রাজীব শেঠি।

তিনি জানান,  চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই হাজার পাঁচশ বিশ কোটি টাকা রাজস্ব আয় করেছে গ্রামীণফোন। যা গত বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ বেশি। ট্যাক্স দেওয়ার পর নিট মুনাফা হয়েছে ২১.৩ মার্জিনসহ পাঁচশ চল্লিশ কোটি টাকা।

২০১৪ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় রাজস্ব কমেছে ২.৯ শতাংশ। তবে রাজনৈতিক অস্থিরতা ও তীব্র প্রতিযোগিতাকে রাজস্ব কমার কারণ হিসেবে উল্লেখ করেন সিইও রাজীব শেঠি।

শেঠি আরো জানান, নেটওর্য়াকে ধারণক্ষমতা ও সক্ষমতা উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে তিনশ’ সত্তর কোটি টাকা।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।