রাজনীতিতে নামছেন জাকারবার্গ?


প্রকাশিত: ০৩:৫১ এএম, ০২ মে ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউটন ফলসের ‘মুর’ পরিবারের সঙ্গে সম্প্রতি নৈশভোজ করেছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ। মুর পরিবারই এ নৈশভোজের আয়োজন করে। সবশেষ মার্কিন নির্বাচনে এই ডেমোক্রেট পরিবার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছিলেন।

গুঞ্জন রয়েছে হোয়াইট হাউসের দৌড়ে নামতে পারেন মার্ক জাকারবার্গ। দেশের ৫০ রাজ্যে সফরেও যাচ্ছেন তিনি। মূলত এর অংশ হিসেবেই মুর পরিবারের সঙ্গে নৈশভোজে যোগ দেন জাকারবার্গ।

এই পরিবার বলছে, জাকারবার্গ যোগ দেয়ার মাত্র ২০ মিনিট আগেই তারা জানতে পেরেছেন কে আসছেন তাদের অতিথি হিসেবে।

ড্যানিয়েল মুর স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, আমরা কেবল জানতাম বড় একজন অতিথি আসবেন।

ভিনডিকেটর নামে স্থানীয় ওই পত্রিকা আরও জানিয়েছে, গেল নির্বাচনে যেসব ডেমোক্রেট ট্রাম্পর্কে ভোট দিয়েছেন জাকারবার্গ তার কর্মকর্তাদের ওইসব ডেমোক্রেটদের খুঁজে বের করতে বলেছেন।

ওহিওতে মুর পরিবারের সঙ্গে জাকারবার্গের এই নৈশভোজ তার আরও ৫০ রাজ্য সফরের যে পরিকল্পনা রয়েছে তার অংশ। মূলত জাকারবার্গের এই সফর ঘিরেই গুঞ্জন উঠেছে, তিনি রাজনীতিতে নামছেন।

জাকারবার্গ ও তার স্ত্রী সম্প্রতি শতাব্দীর শেষ নাগাদ স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন আনতে ৩০০ কোটি মার্কিন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

এরআগে ২০১৬ সালের বড়দিনে জাকারবার্গ জানিয়েছিলেন, ধর্ম সর্ম্পকে তার ধ্যান-ধারণা বদলেছে। তিনি আর নাস্তিক নন।

ব্যক্তিগত জীবনে নাস্তিক হওয়ার মতো দার্শনিক এই অবস্থান রাজনীতিকদের জন্য সমস্যার কারণ হতে পারে।

ভিনডিকেটর পত্রিকা বলছে, খাবার টেবিলে জাকারবার্গের সঙ্গে মুর পরিবারের সব আলোচনাই যে রাজনৈতিক ছিল তা নয়।

সূত্র : দ্য গার্ডিয়ান।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।