অশ্লীলতার দায়ে নিষিদ্ধ হলো বেগুন!


প্রকাশিত: ০২:১১ পিএম, ৩০ এপ্রিল ২০১৫

নিষিদ্ধতার নতুন সংজ্ঞা লিখলো ফোটো শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম। অনলাইনে মোবাইল থেকে ছবি ও ভিডিও শেয়ারের ওয়েবসাইট ইনস্টাগ্রামে সম্প্রতি বেগুনের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, ইনস্টাগ্রামে যেসব ছবি বা স্টিকার বিনামূল্য দেওয়া হয়, সেই তালিকা থেকে বাদ পড়েছে বেগুনের ছবি। এক ব্রিটিশ ওয়েবসাইটে প্রকাশ, অনেকেই নাকি ইনস্টাগ্রামে বেগুনের ছবি অশ্লীল কিছু বোঝাতে ব্যবহার করছে তাই এটাকে সরিয়ে ফেলে নিষিদ্ধের তালিকায় দেওয়া হয়েছে। তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অবশ্য এই খবরকে মিথ্যা বলে উড়িয়েও দেয়নি, আবার স্বীকারও করে নেয়নি।

এদিকে বেগুনের ছবি সিদ্ধান্তকে নিয়ে সমালোচনা চলছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। অনেকেই আবার বলছেন, এবার হয়তো কলার পালা। কারণ বেগুনের চেয়েও অশ্লীলতার ইঙ্গিতে কলাই নাকি বেশি ব্যবহৃত হয়।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।