স্মার্টফোন ব্যবহারে শিশুদের অটিজমের শঙ্কা!


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

স্মার্টফোন ক্ষতি করতে পারে শিশুদের। এমন আশঙ্কা বরাবরই ছিল বিশেষজ্ঞদের। সম্প্রতি ইয়ান ম্যাকগিলক্রিস্ট নামের এক সাইকিয়াট্রিস্ট দাবি করেছেন, ক্রমাগত স্মার্টফোন ব্যবহারের ফলে বর্ডারলাইন অটিস্টিক দেখা দিতে পারে শিশুদের মধ্যে।

ম্যাকগিলক্রিস্টের গবেষণায় উঠে এসেছে পাঁচ বছরের শিশুদের মধ্যে শারীরিক ভাষা বোঝা ও অনুভূতি প্রকাশের ক্ষমতা আগের প্রজন্মের শিশুদের থেকে উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

অক্সফোর্ডের এক সাহিত্যের শিক্ষক জানান, তার এক-তৃতীয়াংশ শিক্ষয়ত্রীর মধ্যে অপরের অনুভূতি বোঝার ক্ষমতা কমে এসেছে। এর কারণ শিশুদের জীবনে অনবরত প্রযুক্তির উপস্থিতিই মনে করছেন তিনি।

আধুনিক পরিবারে বাবা, মায়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় শিশুরা অধিকাংশ ক্ষেত্রেই টিভি বা ট্যাবলেটের সামনে অবসর সময় কাটায়। যার ফলেই তাদের মধ্যে দেখা যাচ্ছে অটিজম স্পেক্ট্রাম ডিসর্ডার।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।