চ্যালেঞ্জের মুখে গুগল


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২৮ আগস্ট ২০১৪

অনলাইনে বিজ্ঞাপন ব্যবসার একচেটিয়া সুবিধা ভোগ করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এবার তাতে বাগড়া দিতে যাচ্ছে অনলাইনে বেচা-বিক্রির সবচেয়ে বড় প্রতিষ্ঠান আমাজন। সম্প্রতি প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপনের বাজার সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে। এতে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এক নাম্বার অ্যাড নেটওয়ার্ক গুগল চ্যালেঞ্জের মুখে পড়বে।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, এর মধ্যে তারা একটি ইন-হাউস অ্যাড রিপ্লেসমেন্ট প্ল্যাটফর্ম গুছিয়ে এনেছে। যা সংগৃহীত কাস্টমারদের তথ্য ভালোভাবে ব্যবহার করতে সক্ষম। বড় সুবিধা হলো তাদের রয়েছে বিশাল সংখ্যক ক্রেতা, যারা নিয়মিত আমাজনের সাইটে ঢু মারে।

বর্তমানে অনলাইন বিজ্ঞাপনে এগিয়ে আছে গুগল ও ফেসবুক। প্রতিষ্ঠান দুটি বিশ্বব্যাপী মোবাইল বিজ্ঞাপনের দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে।

নতুন এ প্ল্যাটফর্মের নাম আমাজন স্পন্সরড লিংকস। আশা করা হচ্ছে চলতি বছরের শেষদিকে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। প্রতিবেদনে জানা যায়, নতুন প্ল্যাটফর্মটির নকশা এমনভাবে করা হয়েছে যা সরাসরি গুগল অ্যাডওয়ার্ডের জন্য চ্যালেঞ্জ। যা গুগলের ৫০ বিলিয়ন ডলারের বিজ্ঞাপনী সাম্রাজ্যে চিড়ও ধরিয়ে দিতে পারে।

বিজ্ঞাপনী বাজারে হাজিরার নমুনা এ মাসের শুরু দিকে ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটেও দেখা গেছে। সেখানে আমাজন কিছু বিজ্ঞাপন ছাড়ে। গত বছর পত্রিকাটি কিনে নেন আমাজনের সিইও জেফ বেজস। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে আমাজন চলতি বছরের মধ্যে বিজ্ঞাপনী খাতে ১ বিলিয়ন ডলার আয় করতে চাচ্ছে। যদি ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদন সত্য হয়, তবে তা বাড়বে বৈ কমবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।