অনলাইনে জেনে নিন ভোট কেন্দ্র


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৫

আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রসহ সব ধরণের তথ্য অনলাইনে জানতে পারবেন ভোটাররা। ভোটারদের সুবিধার্থে ওয়েব ঠিকানায় তথ্য দেওয়ার জানার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।

আপনি কোন এলাকার ভোটার, তার ভোট কেন্দ্র কোনটি- এ সকল তথ্য খুব সহজেই ওই লিংক থেকে জেনে নিতে পারবেন। এক্ষেত্রে ভোটারকে ওই লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা পূরণ করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।