মাসে অন্তত তিনটি কাস্টমার কেয়ার চালু করবে টেলিটক


প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১৩ এপ্রিল ২০১৭

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতি মাসে দেশে অন্তত তিনটি করে টেলিটকের কাস্টমার কেয়ার চালু করার অঙ্গিকার করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাটে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের তিনটি গ্রাহক সেবাকেন্দ্র উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, উদ্বোধনের পর এখন থেকে এ তিন জেলার কাস্টমারদের সমস্যাগুলো নিজ জেলায় সমাধান করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

আরএম/এমআরএম/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।