অ্যাপল সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে চীনে


প্রকাশিত: ০২:২১ এএম, ২৩ এপ্রিল ২০১৫

চীনে নিজস্ব ব্যবস্থাপনায় সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এ জন্য প্রতিষ্ঠানটি সহায়তা নিচ্ছে যুক্তরাষ্ট্রেরই প্রতিষ্ঠান সানপাওয়ারের। চীনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সিচুয়ান প্রদেশে অ্যাপল এ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ কমাতে অ্যাপলের এ উদ্যোগ। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রায় ১৩৫ কোটি মানুষের দেশ চীন, যেখানে অ্যাপলের বাজার দিন দিন প্রসার পাচ্ছে। এ বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে নানা পরিকল্পনা করছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় চীনে তথ্যপ্রযুক্তিখাতের গুরুত্বপূর্ণ অঞ্চল সিচুয়ানে সৌরবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করছে। এর উৎপাদন ক্ষমতা ৪০ মেগাওয়াট হবে। যৌথ মালিকানাধীন হবে পরিবেশ বান্ধব এ প্রকল্প। তবে সানপাওয়ারের সঙ্গে চুক্তির বিষয়ে আর্থিক লেনদেনের তথ্য খোলাসা করেনি অ্যাপল।

কিছুদিন আগে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি বিশ্বের যেখানেই কার্যক্রম পরিচালনা করবে, তা হবে কার্বনমুক্ত। কিন্তু চীনে অ্যাপলের কার্যক্রমের প্রায় সব ক্ষেত্রেই প্রচুর কার্বন নিঃসরণ হয়। মার্কিন প্রতিষ্ঠানটির জন্য চীন একদিকে বড় বাজার, অন্যদিকে মূল উৎপাদনস্থল।

বিশ্লেষকরা মনে করেন, এ উদ্যোগ নেয়ায় চীনা সরকারের কাছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির ইমেজ ইতিবাচক থাকবে। কেননা চীনে উৎপাদন কারখানায় শ্রম অধিকার লঙ্ঘন ও গ্রাহকদের বিক্রয়োত্তর সেবার মান নিয়ে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে অ্যাপল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।