বাংলাদেশে জিওনির মোবাইল ফোনের যাত্রা শুরু


প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২০ এপ্রিল ২০১৫

প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এসেছে চীনের সর্ববৃহৎ মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান, জিওনি। রোববার রাজধানীর একটি হোটেলে “গ্র্যান্ড লঞ্চ ইন বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানটিতে জিওনি’র গ্লোবাল ডিরেক্টর অফ সেলস মি. ফ্রাঙ্ক এবং ম্যানেজিং ডিরেক্টর মি. ফিদেল ছাড়াও আমন্ত্রিত অতিথি, ব্যবসায়িক পার্টনার, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

২০১১ থেকে জিওনি ইতিমধ্যে ভারত, নাইজেরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনসহ বেশকিছু দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপি ৪২টি দেশের পর প্রথম বারের মতো জিওনি বাংলাদেশে আসছে। জিওনি প্রতিমাসে ১৫ লক্ষ হ্যান্ডসেট বিদেশে রপ্তানি করে থাকে।

জিওনি’র আছে নিজস্ব ডিজাইনার, আরএন্ডডি টিম ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কারণ জিওনি সবসময়ই হালফ্যাশনের স্টাইল ও নতুন নতুন উদ্ভাবনে বিশ্বাস করে। জিওনি বিশ্বাস করে বাংলাদেশের সাথে নতুন এই যাত্রা বৈচিত্রময় হবে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।