আইফোন ৮-এ তারহীন চার্জিং সুবিধা


প্রকাশিত: ০৩:৩২ এএম, ২৭ মার্চ ২০১৭

‘তারহীন চার্জিং’ প্রযুক্তি নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরে তারহীন চার্জিং সুবিধাসহ নতুন আইফোন ৮ বাজারে ছাড়বে অ্যাপল।

তারহীন চার্জিংয়ের জন্য ব্রডকমের সঙ্গে যৌথভাবে তিন বছর ধরে কাজ কাজ করে যাচ্ছে অ্যাপল। এছাড়া এনার্জাসেরও সহায়তা নিয়েছে অ্যাপল। এই তারহীন চার্জিং কোম্পানির প্রযুক্তি ১৫ ফুট দূর থেকে স্মার্টফোনে চার্জ দিতে সক্ষম হবে।

‘তারহীন চার্জিং’ প্রযুক্তি বাজারে প্রচলিত হলেও অ্যাপল তাদের আইফোনে এই প্রযুক্তি কিভাবে ব্যবহার করবে সেটি নিয়ে কৌতুহল দেখা দিয়েছে জনমনে।

উল্লেখ্য, চলতি বছর অ্যাপল তাদের আইফোন মুক্তির ১০ বছর পালন করবে। তাই আইফোন ৮-এ বেশ কিছু চমক থাকতে পারে। এসব চমকের মধ্যে থাকতে পারে ইন্টিগ্রেটেড টাচ আইডি সেন্সর এবং ওএলইডি ডিসপ্লের মতো বেশ কিছু ফিচার।

কেএ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।