লাল-সবুজে মেতেছে গুগল


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২৬ মার্চ ২০১৭

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।

২৬ মার্চ রোববার গুগলের হোমপেজে (www.google.com) প্রবেশ করলেই বাংলাদেশের পতাকাশোভিত লাল-সবুজ ও হালকা সোনালী রঙা বিশেষ ডুডলটি দেখা যায়।

ডুডলটিতে সবুজ পটভূমির ওপরে হালকা সোনালী রঙা গুগল বানানের ইংরেজি (জি, ও, জি, এল, ই) অক্ষরগুলো। তবে মাঝের ‘ও’ অক্ষরটি বড় করে দেখানো হয়েছে লাল রঙে ঘেরা বৃত্তে। তার ভেতরে এক দুরন্ত কিশোরী জাতীয় পতাকা হাতে ছুটে চলছে।

বিশেষ এই ডুডলের ওপর ক্লিক করলেই সার্চ জায়ান্ট গুগল মুহূর্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত বিভিন্ন সংবাদ ও প্রবন্ধের লিংকে।

২০১৩ সালে প্রথমবারের মতো গুগল বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসের স্মারক হিসেবে বিশেষ ডুডল প্রকাশ করেছিল।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।