স্ন্যাপচ্যাটে বাড়ছে সেবার পরিধি


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৪ আগস্ট ২০১৪

ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট তাদের সেবার পরিধি বাড়াচ্ছে। শুধু ফটো মেসেজ শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাট এখন ভিডিও, নিউজ আর্টিকল ও বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স

প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, স্ন্যাপচ্যাট নতুন সেবা চালু করতে যাচ্ছে। স্ন্যাপচ্যাট ডিসকভারি নামের এ সেবা চালু করতে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ও মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।

ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরেই চালু হতে যাচ্ছে স্ন্যাপচ্যাট ডিসকভারি নামের সেবাটি। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানায়, এরই মধ্যে ডজনখানেক মিডিয়া কোম্পানি স্ন্যাপচ্যাটে তাদের আইটেম প্রদর্শনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।