স্ন্যাপচ্যাটে বাড়ছে সেবার পরিধি
ফটো মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট তাদের সেবার পরিধি বাড়াচ্ছে। শুধু ফটো মেসেজ শেয়ারিং সাইট স্ন্যাপচ্যাট এখন ভিডিও, নিউজ আর্টিকল ও বিজ্ঞাপন প্রচারের লক্ষ্যে কাজ করছে। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর রয়টার্স
প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, স্ন্যাপচ্যাট নতুন সেবা চালু করতে যাচ্ছে। স্ন্যাপচ্যাট ডিসকভারি নামের এ সেবা চালু করতে প্রতিষ্ঠানটি এরই মধ্যে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান ও মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে।
ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরেই চালু হতে যাচ্ছে স্ন্যাপচ্যাট ডিসকভারি নামের সেবাটি। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিবেদনে ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানায়, এরই মধ্যে ডজনখানেক মিডিয়া কোম্পানি স্ন্যাপচ্যাটে তাদের আইটেম প্রদর্শনের বিষয়ে আগ্রহ দেখিয়েছে।