ঢাকায় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন শুরু


প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৯ মার্চ ২০১৭

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে রাজধানীতে প্রতিযোগিতার জন্য নিবন্ধন শুরু হয়েছে। আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করা যাবে বুধবার পর্যন্ত।

দেশের হাইস্কুলের শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় ও তাদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ তৃতীয়বারের মতো জাতীয় হাইস্কুল আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করেছে।১৬টি আঞ্চলিক ও তিনটি উপজেলা পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে।

সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রতিদিন এই নিবন্ধন করা যাবে।রাজধানীর এই আয়োজনের নিবন্ধন করা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে।

প্রতিযোগিতার সময়সূচি : www.nhspc.org ওয়েবসাইট ও ইভেন্টের খবর জানা যাবে www.facebook.com এই ঠিকানায়।

এএস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।