জিমেইলে ডাউনলোড না করেই দেখা যাবে ভিডিও


প্রকাশিত: ০২:৪৩ এএম, ১৯ মার্চ ২০১৭

নতুন একটি সুবিধা পেতে যাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। এতদিন জিমেইলে পাঠানো কোনো ভিডিও দেখতে সেটি ডাউনলোড করা ছাড়া উপায় ছিল না।

তবে নতুন এই সুবিধা চালু হলে ডেস্কটপে জিমেইল ব্যবহারকারীরা ভিডিও ফাইলটি স্ট্রিম করতে পারবেন। অর্থাৎ ডাউনলোড না করেই দেখা যাবে ভিডিও।

ভিডিওটি ইউটিউবের মতো একটি প্লেয়ারে ওপেন হবে। ইউটিউবের মতোই এখানেও কোয়ালিটি এবং সাউন্ড লেভেলে অ্যাডজাস্ট করা যাবে।

গুগল বলছে, সবাই এই সুবিধা পাবেন তবে কোনো কোনো ব্যবহারকারীর এটি পেতে ১৫ দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে।

সূত্র : দ্য ভার্জ।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।