কাজ করে যাচ্ছে ‘বিজিডি ই-গভ সিআইআরটি’


প্রকাশিত: ০৮:১০ পিএম, ১৭ মার্চ ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, বিজিডি ই-গভ সিআইআরটি সাইবার আক্রমণ মোকাবেলা ও প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সিআইআরটি গঠনে সহযোগিতা করছে। এ পর্যন্ত ৭০টি সরকারি অফিসের ওয়েবসাইটের ভালনেরাবিলিটি স্টেস করা হয়েছে।

সরকারি কর্মকর্তা ও আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৫৬ জনকে সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক, ইথিক্যাল হ্যাকার (সিইএইচ), ম্যালওয়ার অ্যানালাইসিস, ম্যানিজিং ডিজিটাল ফরেনসিক ল্যাব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এছাড়াও ইতোমধ্যে ৩১৪ সরকারি কর্মকর্তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর ও দিল্লীর ইএসআই ইনস্টিটউট থেকে ই-গভ, পাবলিক সার্ভিস ট্রান্সফরমেশন, ‘এন্টারপ্রইজ অর্কিটেকচার’ আইটি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এবং ১২৮৫ জনকে বিভিন্ন বিষয়ে দেশে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

এএস/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।