গেম ডেভেলপমেন্ট নিয়ে শুরু হচ্ছে ডিপ্লোমা কোর্স
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং রাইজ আপ ল্যাবসের সমন্বয়ে দেশে ‘গেম ডেভেলপমেন্ট’ নিয়ে প্রথম ডিপ্লোমা কোর্স শুরু হচ্ছে। সরকার আয়োজিত এই কোর্সের জন্য আবেদনকারীদের মধ্য থেকে ১৫ থেকে ২০ জনকে নির্বাচন করে গেম ডেভেলপমেন্ট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এক বছর মেয়াদী এই কোর্সে রয়েছে ৮ মাস ট্রেনিং ও ৪ মাস ইন্টার্নশিপ)।
কোর্সটি করতে যারা আগ্রহী, তাদের CSE বা বিজ্ঞান বিভাগে গ্রাজুয়েট বা চার বছরের আইসিটি ডিপ্লোমা বা যেকোনো ‘অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং’ ল্যাঙ্গুয়েজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী যদি গ্রাজুয়েট না হয়ে থাকেন তবে এ বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ সময় ৩০ মার্চ । আবেদনকারীকে (bkiict.bcc.gov.bd/course) এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে দেশের গেম ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ‘রাইজ আপ ল্যাবস’।
এএস/ওআর/পিআর