৫ বছরের মধ্যে ইন্টারনেটের অপব্যবহার রোধ সম্ভব


প্রকাশিত: ০৩:০৩ এএম, ১৩ মার্চ ২০১৭

ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর উদ্ভাবক স্যার টিম বার্নার্স-লি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই ইন্টারনেটের অপব্যবহার রোধ করা সম্ভব হবে।

ভুয়া খবর এবং ডেটা বা উপাত্তের অপব্যবহার রোধ নতুন একটি পরিকল্পনার রূপরেখাও প্রকাশ করেছেন তিনি।

ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লেখা এক খোলা চিঠিতে বর্তামানে ইন্টারনেট যেভাবে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।

টিম বলেন, প্রথম যে লড়াই তিনি শুরু করতে চান, তা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, বাক স্বাধীনতার ওপর যার নেতিবাচক প্রভাব খুবই ভয়ের ব্যাপার।

তিনি চান ওয়েব-বিশ্বে সবাই যেন সমান অধিকার ভোগ করেন। কোন তথ্য ব্যবহার করা যাবে সাধারণ মানুষ সেটা ইন্টারনেট কোম্পানিকে বলতে পারেন না।

ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সরকারি নজরদারির মাত্রা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন টিম।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।