‘ওমেন্স ডে ইনোভেশন চ্যালেঞ্জে’ অংশ নেবে ১০ দল


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৭ মার্চ ২০১৭

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হবে ‘ওমেন্স ডে ইনোভেশন চ্যালেঞ্জ ২০১৭।’ বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করতেই এই আয়োজন।

ফেসবুক ডেভেলপার সার্কেল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) যৌথভাবে এটির আয়োজন করেছে। ইউআইইউয়ের অডিটোরিয়ামে ১০টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘ওমেন্স ডে ইনোভেশন চ্যালেঞ্জ ২০১৭’।

অনুষ্ঠানে বিভিন্ন নারী উদ্যোক্তাসহ প্রযুক্তি ক্ষেত্রে সফল নারীরা অংশ নেবেন। আয়োজনে অংশগ্রহণ করতে চাইলে আগ্রহীকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর মেধার ভিত্তিতে ১০টি দলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।

আয়োজনটির সহযোগী হিসেবে আছে ইউআইইউ সিসিসি এবং প্রেনিউর ল্যাব।

এএস/জেডএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।